এই মেয়ে তুই ঘুমাস্ বুঝি?
রাত দুপুরে তোকেই খুঁজি।
দাঁড়িয়ে আছি পথের বাঁকে।
স্বপ্নে বিভোর? দেখিস্ কাকে?
আয় দেখে যা, চাঁদ উঠেছে;
কামিনী আর জুঁই ফুটেছে।
জোনাক জ্বলে বনবাদাড়ে;
আয়, যাবো চল্ নদীর ধারে।
কাশবনে আজ জোছনা ঝরে;
তোকেই পেতে ইচ্ছে করে।
আসবি কাছে, বসবি পাশে?
শিশির ভেজা দূর্বাঘাসে
মুখ লুকিয়ে বাসবো ভালো;
তুই যে আমার চোখের আলো।


রচনাকাল: ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০১৯