আকাশের নিভু নিভু তারা গুনে তুমি কি পেলে?
শীতের রাতে কুয়াশায় ভিজে ভিজে কাকে খুঁজে ফিরো?
পেলে কি হিমশীতল ভালোবাসা ফ্যাঁকাসে চাঁদের কাছ থেকে?
গোলাপের কাঁটা আঙুলে ফুটিয়ে কি লাভ হলো?
ঝিনুক ভেঙে মিললো কি মুক্তোর দানা?


সময় নিয়েছে কেড়ে যৌবন;
পেলে না প্রেমপত্র কোনো।
গুমরে কাঁদলেই যা;
ছলনার আঘাতে আঘাতে জর্জরিত হলে।
এর নাম জীবন নয়;
শ্বাসপ্রশ্বাস নেওয়া শুধু।


তবুও বলে গেলে,' ভালোবাসি, ভালোবাসি।'
কি পেলে এমন ভালোবেসে জীবনভর?


রচনাকাল: ঢাকা, ৩০ জানুয়ারি ২০২০