এসেছে অনেক পরিযায়ী পাখি
সাইবেরিয়ার হিম হিম গিরিখাঁজ থেকে;
বসেছে তোমার পদ্মপুকুরে পদ্মপাতার ফুলে।
দেখ, জবুথবু পাখিরা কেমন শান্ত;
ওম নেয় তোমার বুকের উষ্ণতায়।
ওরা তোমাকেও উষ্ণতা দেয় পালকে পালকে ঢেকে;
কঠিন শীতেও কাঁপে না তোমার শরীর।


শীতশেষে পাখিরা উড়ে যাবে ফের আগের ডেরায়;
তুমিও খুঁজবে আমাকে।


রচনাকাল: ঢাকা, ১৭ ডিসেম্বর ২০১৯