কারে দেবো? কেউ নেই
দিতে পারি যারে
উৎস্বর্গি? শুধু 'সে'-ই!-
স্মৃতি ব্যথাভারে
যার কেঁদে কেঁদে উঠে;
হৃদয়তন্ত্রীতে
বাজে সুর অস্ফুটে।


একাকী নিভৃতে
ভাবি যবে আপনাকে,
আর কক্ষপথ।
ভাবনার ফাঁকে ফাঁকে
স্বর্ণালী রথ
এক নয়নসমুখে,
দেখি, আসে নামি।-
পুনঃ ছুটে ঊর্ধ্বলোকে,
অভিশপ্ত আমি
ছুঁতে যাবো তারে যেই,
ঘনায় তমসা!
মোর চিরচেনা 'সে'-ই
তার মাঝে বসা।
যেন কল্পলোক রানী
স্বপ্ন সঞ্চারিতে
শুধু! তবু কেন জানি,
উৎস্বর্গি দিতে
তারে ছাড়া কারও নামে,
এ মন চাহে না।
তবে কি ব্যথারি দামে
আমি তার কেনা!


রচনাকাল: বাগুয়া (টাঙ্গাইল),
১৯৭৩-৭৬ সালের কোন সময়।