তোমার নাকের ডগায় মুক্তোর দানা;
ছুঁতে পারলেও আমি কখনো ছুঁবো না।
ওই চোখে খুঁজবো না পথের আলোক;
নিতম্বে ছোঁয়াবো না পাখির পালক।


অঙ্গের মোহে মেতে মাতাল হবো না;
কামনায় ভাসাবো না শরীর আমার।
ভালোবাসা দাও যদি হৃদয়ের টানে;
জড়িয়ে নেবো আমি উষ্ণ আলিঙ্গনে।


ছুটে যাবো ভেসে যাবো দুরন্ত সাগরে;
উড়ে যাবো স্বপ্নীল সুনীল আকাশে।
হেঁটে হেঁটে পাড়ি দেবো উঁচুনিচু পথ;
উড়াবো নিশান আমি পর্বতের চূড়ায়।


যদি তুমি থাকো সাথে, হাতে রাখো হাত;
এই পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
সহস্র লক্ষ কোটি গোলাপের ঘ্রাণ;
তোমার নিঃশ্বাসের বানে ভেসে যাবে।


মাটিতে লুটাবে সব বাগানের ফুল;
মাড়িয়ে যাবো কাঁটা নগ্ন পায়ে হেঁটে।
তোমার জন্য শুধু, ভালোবাসি যারে;
তার প্রেম জীবনের চেয়ে বড়, জানি।


রচনাকাল: ঢাকা, ১০ নভেম্বর ২০২১।