ভালোবাসা কাকে বলে এখনো জানো না তুমি,
হাঁটছো মোহে পিছু পিছু।
দেখোনি মুদ্রার দু'পিঠ;
এক পিঠে থাকে জয়, অন্য পিঠে হারানোর মতো কিছু।


সুগন্ধি ফুলের যেমন সৌন্দর্য থাকে,
কাঁটাও থাকে কখনো কখনো আড়ালে।
প্রায়শই যায় না বুঝা দূর থেকে;
আঘাতটা আসে ছুঁতে গেলে, দু'হাত বাড়ালে।


নিজেকে সামলাতে যদি পারো
তবেই আগুনের শিখায় রেখো হাত;
তা না হলে জীবন্ত দগ্ধ হবে,
পতঙ্গের মতোই পুড়ে ছাই হয়ে যাবে অকস্মাৎ।


সব মানুষেরই সংসার হয়, ছেলেপুলে হয়;
ভালোবাসায় সাজানো হয় না সবারই বাসর।
সারগাম তোলে না ঢেউ সবারই হৃদয়ে,
হামেশাই যদিও বসে চাকচিক্যময় গানের আসর।


রচনকাল: ঢাকা, ০৩ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।