ভালোবাসার মূল্য কে পেয়েছে কবে!
দারিদ্র্য করেছে মহান কবিদের!


অর্থের পিছে ছোটা অর্থহীন, এটাইতো শুনি জ্ঞানীগুণী বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে।


দাদীমার কাছে রাতে ঘুমোতে গিয়ে শুনেছি, ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর গল্প।
কোরআন শরীফ না বুঝেই পড়তেন; বাংলা হরফ চিনতেন না।
বাড়ির বাইরে যাননি কখনো।
তিনি বলতেন, টাকা দেখলে কাঠের পুতুলও হা করে।
তিনিও জানতেন গুরুমারা বিদ্যার কথা।


নীতিবাক্য নিয়ে ভেল্কিবাজী করেই টাকা কামাচ্ছেন জ্ঞানপাপীরা; আয়েশ করছেন।
আর পল্টি খাচ্ছেন গন্ডায় গন্ডায়, ঘন্টায় ঘন্টায়।
আর জ্ঞান দিচ্ছেন, ভালোবাসা ছাড়া মনুষ্যজীবন অর্থহীন; ভালোবাসো বেশি বেশি।


রচনাকাল: ঢাকা, ০১ এপ্রিল ২০১৯


কপিরাইট : শফিকুল ইসলাম বাদল, কল্যাণপুর, ঢাকা-১২০৭।