ভালোবাসার অর্থ জানে না।
কাউকে দেখেনি ভালোবাসতে কখনো।
লাইলী-মজনুর প্রেমের গল্প শুনেছে।
শিরি-ফরহাদের অমর কাহিনি।
মমতাজের সমাধি তাজমহল- শাজাহানের কালজয়ী কীর্তি।
আরও কতো শতো প্রেমগাথা গল্পে, নাটকে, সিনেমায়।
গান আর কবিতায় কতোই না আবেগ!


কিন্তু মানুষের জীবনে প্রেমের স্থান কতোটুকু?
কতোদিন স্থায়ী হয় ভালোবাসা?
মানুষের মন কোথায় বাস করে?
দেহের কোন্ অংশে?
কোথাও কেটে গেলে ব্যথা পায়।
শরীরের কোনো অঙ্গে চোট লাগলে যন্ত্রণা হয়।
মনের অব্যক্ত হাহাকার দেখা যায় না।


কষ্ট।
কোথা থেকে আসে!
দু'চোখ ক্লান্তিতে ভেঙ্গে পড়ে।
ঘুম আসে না তবু!
কোনো একজনকে শারীরিকভাবে না পেলেই এতো যন্ত্রণা?
নাকি তার মন না পাওয়ায় কষ্ট?
আসলে ভালোবাসা কোথায় থাকে?
শরীরের অঙ্গে অঙ্গে?
নাকি মনের মনিকোঠায়?


কিচ্ছু জানে না।
ভালোবাসা খুঁজে।
প্রেমের ছোঁয়া পেতে চায়।
পায় না বলেই এতো কষ্ট!
এতো বোবা কান্না।
এতো রাত জাগা!


রচনাকাল: ঢাকা, ১৬ অক্টোবর ২০১৮