ভালোবেসো না আমাকে, যন্ত্রণা দাও।
তোমার আঘাত আমাকে আপ্লুত করে, ক্ষতবিক্ষত করে।
সৃষ্টির উৎসমুখ হয়ে উঠে তোমার অবহেলা।
তাতে তোমারও সুখ;
আমারও কবিতার প্রেরণা।
দুঃখের মাঝেই রচিত হয় অমর কবিতা, অবিনাশী গান।
আমাকে অমরতা দেবে অজর কবিতা;
তুমিও বেঁচে থাকবে হাজার বছর।
তাই ভালোবেসো না আমাকে, আঘাতে আঘাতে জর্জরিত করো।


রচনাকাল: ঢাকা, ১৮ অক্টোবর ২০১৯