ভাঙনের শব্দ শুনি নদীর পাড়ে বর্ষাকালে;
ভাঙনের শব্দ শুনি পাখির বাসায় গাছের ডালে।
ভাঙনের শব্দ শুনি দূর পাহাড়ের ঝর্ণাধারায়;
ভাঙনের শব্দ শুনি শহর-গ্রামে ঝড়োহাওয়ায়।


ভাঙনের শব্দ শুনি মৌমাছিদের মধুর চাকে;
ভাঙনের শব্দ শুনি রোজ প্রভাতে পাখির ডাকে।
ভাঙনের শব্দ শুনি গড়িয়ে পড়া চায়ের কাপে;
ভাঙনের শব্দ শুনি কাঁচের দেয়াল যখোন কাঁপে।


ভাঙনের শব্দ শুনি বজ্র আঘাত হানলে মেঘে;
ভাঙনের শব্দ শুনি ঠুকলে কপাল হঠাৎ রেগে।
ভাঙনের শব্দ শুনি অট্টালিকায় চললে শাবল;
ভাঙনের শব্দ শুনি চক্ষু যখোন জল-টলমল।


ভাঙনের শব্দ শুনি বন্ধ হলে জানলাগুলো;
ভাঙনের শব্দ শুনি তানপুরাটায় জমলে ধুলো।
ভাঙনের শব্দ শুনি আকাশ ভেঙে বৃষ্টি এলে;
ভাঙনের শব্দ শুনি মনের মানুষ হারিয়ে গেলে।


রচনাকাল: ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২০