স্মৃতি হারিয়ে যায়, তাই মানুষ বেঁচে থাকে;
শ্বাসপ্রশ্বাস তো নেয় অন্তত!
ট্রেনে কাটা পড়া মানুষটিও কেটে ফেলা হাতের কিংবা অন্য কোনো অংগের শোক ভুলে যায় ধীরে ধীরে।
মনের গভীরতম স্থানের ছায়াচিহ্নটিও একসময় মুছে যায়।


ঠিকই কাটিয়ে উঠবো তোমার চলে যাওয়ার দুঃখবোধটুকু; কিছুদিন কষ্ট পাবো এই যা!
তুমি ভালো থাকবে জানি, নতুন কোনো গন্তব্যের অভিবাসী।
সেখানে আমার উৎপাত থাকবে না।
তুমিও তো মানুষ, ভুলে যেতে পারবে সহজেই।তুমি আর আমি একই পৃথিবীতে রয়ে যাবো ভিন্ন কোনো পরিচয়ে।


রচনাকাল: ঢাকা, ২০ মে ২০১৯