ভয়াল রাত্রে দিশেহারা মানুষেরা;
বেঘোরে মরেছে পথে ঘাটে প্রান্তরে।
খুনের নেশায় হানাদার হায়েনারা;
বেয়নেট হাতে বাঙালির ঘরে ঘরে।


মেরেছে গ্রেনেড, ফুটিয়েছে বোমা;
জ্বালিয়ে দিয়েছে বাংলার ঘরবাড়ি।
আঁধারে ঢেকেছে শহর আর গ্রাম;
জীবন বাঁচাতে ছুটে চলে নরনারী।


অধিকার পেতে বাংলার জনগণ;
ফুঁসে উঠেছিলো মুষ্টিবদ্ধ হাতে।
জনতার রায় মানে নাই শাসকেরা;
হিংস্র নখর বিঁধায়েছে কালো রাতে।


জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিলো;
মানুষের খুনে রাঙালো দেশের মাটি।
প্রতিরোধ শেষে এদেশের জনগণ;
বুঝিয়ে দিয়েছে বাংলা অজেয় ঘাঁটি।


রচনাকাল: ঢাকা, ২৫ মার্চ ২০২০