এক নারীর তিলের জন্য কপর্দকহীন কবি;
দিতে চেয়েছিলেন সমরখন্দ বোখারা।
সবাই উপহাস করেছিলো তাকে;
কেউ তার ভালোবাসার গভীরতা খুঁজেনি।
বেকুব মানুষের ভালোবাসা এমনি হয়;
শত যন্ত্রণায়ও ভেঙে যাবে না।
জ্বলেপুড়ে খাক হয়ে যাবে;
তবুও বলেই যাবে,'ভালোবাসি, ভালোবাসি'।
রচনাকাল: ঢাকা, ১৭ নভেম্বর ২০২৪।