শীতের পাখিরা বিদায় নিয়েছে;
ব্যস্ততা কমেছে তোমার।
বসন্তের কোকিল ডাকতে শুরু করেছে;
তোমার বাগানের ফুলে ফুলে উড়ছে অলি।


শৈত্যপ্রবাহে ম্লান হওয়া পাতা ঝরে গেছে;
নতুন পাতার হিন্দোল দোল দক্ষিণা বাতাসে।


ঘরের জানালার কাঁচে কুয়াশার বিভ্রান্তি নেই;
তোমার স্পষ্ট ছায়া দেখি দূর থেকে।
দরজাটা খোলা রেখো;
ফিরে যেতে আমার ভুল হবে না আর।


রচনাকাল: ঢাকা, ১১ ফেব্রুয়ারি ২০২০