আমি আসবো...
হ্যাঁ, অবশ্যই আসবো
তোমাদের গ্রামে
পুকুর পাড়ে।
পাখির কিচিরমিচির শুনব
গাইবোও গান গ্রাম্য
আমি আসবো।
মেঠো পথ দিয়ে হাঁটবো
হাজার বছর পূর্বে ফিরবো
পুরাতন সেই স্মৃতিতে
আমি আসবো।
রাতের ঘুমের আগে
রূপারি চাঁদের সাক্ষাতে
আমি আসবো।
বাঁশ বাগানের আড়াল থেকে
হুতুমপ্যাঁচার ডাক শুনতে
মাঝরাতে ভয় পেতে
আমি আসবো।
বর্তা-শুটকি, টাকি, শাক্ খেতে
হলুদ রঙের ভাত খেতে
আমি আসবো।
গ্রামের কাদামাটি, বৃষ্টির ঝরণা শব্দ
আকুল করা রাখালের সুরের শব্দ
আমি শুনব।
আমি আসব।