১.
চলে যায় সুখ
রয়ে যায় দুঃখ
সুখ কিনি ভাই
দুঃখ বিক্রি চাই।


ভালোবাসা চাই-ই চাই
ঘৃণাটুকু নিবে কে ভাই?


দায়টুকু কার
আমার না তার?
বলি বার বার


ভালো কাজ করি না আজ
মন্দ কাজে যাই
ভালো কিছু পেলে তা
নিজ নামে চালাই।


ভালো দেখি মন্দ দেখি
সমালোচনা করি
প্রশংসা করলে যদি
নিজের দাম-ই কমে।


২.
চারদিকে এতো বৈষম্য
আমিও একজন বৈষম্য
নেতৃত্ব থেকে কর্তৃত্বে
ব্যর্থতা থেকে সফলতায়
পরিবার থেকে সমাজ-রাষ্ট্রে
সবখানে
তাই আমিও বৈষম্য সৃষ্টিকারী
আবার একই সঙ্গে ভঙ্গকারী।