আমি আজ বেশ আড়ালে আছি
পৃথিবী থেকে অনেক দূরে
যেখানে নেই কোনো কোলাহল
নেই যেখানে কোনো দলাদল।


আমি আজ বেশ অন্ধকারে আছি
যেখানে ক্ষমতাধর সূর্য পৌঁছায় না
সুন্দরময় চাঁদের দেখা মিলে না
অন্ধকারের আলো-ই যেখানে বেশ শ্রেয়।


আমি আজ ‘বিবেক’ নামক সমাজ থেকে বহুদূরে
যেখানে কিসের সমাজ; নেই কোনো দেশ
নেই কোনো রাগ-অভিমান, রেষারেষি
সে--- দেশ বেশ ভালো, নাম নেই তার
এখানে স্বাধীনমনা, নেই কোনো পরাধীনতা।


আমার আর নেই কোনো কৃত্রিম স্বপ্ন-আশা
এখানে সবাই ‘মরে’ই বাঁচে, নেই কোনো হতাশা
বাঁচার তাগিদ নেই এখানে, আসল সব কিছু
এখানে সবাই বাঁচবে আমার আশা, তাদের বলা কথায়।
এখানে নেই কোনো দুশমন,
আছে কেবল মানুষ, যারা সহজ যেমন।