গ্রামের প্রতিটি রাজ্যই যেনো অসহায় বোধ করছে
রাজ্য তার সত্তাকে হারিয়ে ফেলেছে
রাজ্য শহরের রাজ্যের দিকে ধাবিত...
কিন্তু শহুরে রাজ্য গ্রাম্য রাজ্যের দিকে ধাবিত হচ্ছে না।


রাজ্যে রাজ্যে আজ হাহাকার, সবুজ হারাবার ভয়
পাহাড় কেটে পাথর নিয়ে যাচ্ছে, সবুজ হচ্ছে হনন
গুম হয় বিড়ি খাওয়া লোকে, চারদিকে ক্রসফায়ারের ভয়
গ্রামগুলো এখন ঘুমিয়ে থাকে, ডাকে না আর কেউ।