আমার চোখ অস্থির হয়ে উঠেছে
মুখটাও ক্লান্ত বনে গেছে
আমার শরীরের শক্তিটাও কমে যাচ্ছে ধীরে ধীরে
আমি তবুও দাঁড়িয়ে আছি আজও প্রতিক্ষণে
তোমার পানে স্থির দৃষ্টিতে
শুধু তোমার প্রতীক্ষায়


তোমাকে ছাড়া আমি কথা বলতে পারি না
প্রাণ খুলে হাসতে পারি না
মুক্ত হতে পারি না আমি
তুমিই আমার স্বাধীনতা।


আমি আরো অনেক কাল রাজপথেই থাকবো
আমার চোখ অস্থির হোক
কিংবা মুখ ক্লান্ত হোক
এবং কিংবা শরীর অবশ হোক।


প্রতীক্ষার কারণ সবাই বুঝতে পারলেও বলতে পারে না সবাই
সবাই আমার মতোই অপেক্ষায় থাকে
আমি থাকতে দেখেছি
রাজপথে, ক্লাসে।
স্বাধীন...