এক সময়কার রাজা তুমি
আজকে পথের ফকির
সবার সাথে অনাচার করতে
পাতো হাত আজকে।


সবই ছিলো তোমার একদিন
আজকে আছে পাপ
সেই পাপই সম্পদ এখন
কাঁদো কেনো তুমি?


নামি-দামি পোশাক-আশাক
গায়ে ছিলো তোমার
গরীবকে তুমি অত্যাচার করতে
খেতে কুমড়া-পোলাউ।


আজকে তোমার ছেঁড়া জামা
হাতে নাই আজ টাকা
কোথায় তোমার জমিদারী
রাজা নও আর তুমি।


একদিন তুমি রাজা ছিলে।


১০ জুলাই, ২০১৬; রাজশাহী বিশ্ববিদ্যালয়