দৃশ্য-অদৃশ্য রক্ত সবার গায়ে বয়
কারও রক্ত হাহাকার করে, আহাজারি করে ন্যায়ে
কারো রক্ত নরপিশাচের মতো হাসে
উন্মাত হয়, খুনি হয়
স্তব্ধ করে দেয় সকল রক্তকে
রক্তে রক্তে দ্বন্ধ।


অসংখ্য দামি-মূল্যবান রক্তরা আজ ভীত
নড়েও না চড়েও না, শুধু নাকি বমি হয়!
অদ্ভুদ প্রধান হয়ে ওঠা, সবকিছু
শিক্ষক-রাষ্ট্র-সুশীল এক এবং একাকার
ক্ষমতার ডুগডুগি বাজিয়েই আয়েসে এসি কিনে
পা চাটে, কিলকিলিয়ে হেসে বলে যেনো
আমরা তো উন্নয়নেই আছি!