রক্তগুলো বিড়বিড় করে বেয়ে নামে মাথা থেকে
বুক থেকে পিঠ থেকে, সকল অঙ্গ থেকে
তখন কেবল সকাল, আমরা জানি
রাতের ঘুম শেষে রোজকার এটাই আমাদের সংস্কৃতি।


রক্তগুলো প্রশ্ন রাখে, ‘আমি কি অপরাধী, কি করেছি?’
‘সব হারাচ্ছি, আমি তো ক্ষমতা-পাগল নই’
যখন ঘুম ভাঙে আমাদের প্রতিদিন অভ্যাসে
রক্তপ্রশ্নওয়ালা খবরও পরিণত হয় আমাদের মগজে অভ্যাসে।