একদা পৃথিবীর আকাশ পূর্ণ হয়ে এলো
শাদা শাদা বক আর ধানে
মাছ নেই
বাম্পার ফলন
চাল আমদানি
বক ধান খায়
ঠিক সেদিন ঘুম থেকে পড়ে গেলাম
একদম ধপাস করে
পৃথিবীর বুকে
পরে রোজ ৪০ কিলো হেঁটে বাদাম খাই।
স্যাটেলাইটে নিজের আয়নাসুন্দর মুখ অবলোকন করি
এবং লজ্জা পাই
ধানের দাম ১২ টাকা কেজি।
পরে সেই ধানই আলোচনা হয়
ধানের বাজারে আগুন নয়
ধানে আগুন
কেনো আগুন?
এ রাষ্ট্রে আগুন
এক বাহাদুর কেঁপে উঠে বলে
এ নিয়ে গবেষণা করে ব্যবস্থা নেওয়া দরকার
ঠিক তখন নিজেকে কষে একটা চড় মারলাম
দেখি চড়টা আমাকে পাশ কাটিয়ে
নিপাট ভদ্রলোকের দিকে ধাববান
তখন আবার কেঁপে উঠে
একটি চেয়ার
আমরা তখন আবার বাতাবি লেবুর বাম্পার দেখি।
এভাবেই আমাদের পাছাপিছু আয় বাড়ে
আর মাথাপিছু ব্যয়
আনন্দে র্যালি হই, লাড্ডু চিবাই।
এই তো চলে আরকি...