তোমার নামের উপমা তুমি হে খাঁন বাহাদুর,
হরেক বিশেষনে বিশেষীত তুমি,
যেতে হবে মোদের বহুদূর।
অনেক গুনে গুনি তুমি উপাধি পেলে খাঁন
হিন্দ দেশে রেখেছিলে ভাদেশ্বরিদের মান।
তিলে তিলে গড়েছিলে যে সব প্রতিষ্ঠান
শির ধার উচু করে তারা,
ভাদেশ্বরে আজও রয়েছে দন্ডায়মান।
তুমি ছিলে মোদের একটুকরো আলোর দিশারি
আজও তাই শ্রদ্ধাভরে স্মরণ করে সকল ভাদেশ্বরী।
তুমার গড়া বিদ্যালয়ে হয়ে গেল শতবর্ষের অনুষ্টান
হরেক সাঁঝে সেজেছিলো মোদের প্রতিষ্ঠান।
গুণীজনদের পদচারনায় মুখরিত ছিলো তোমার আঙ্গিনা
সবাই গেয়েছে তোমার সাম্মের গান
মাঝে মাঝে হয়ে গিয়েছিলো একটু বেশীই আনমনা।
নতুন আর পুরাতনের মাঝে শেষ দেখা, সেই যে কবে!
এবারের এই মেলবন্ধন আশাকরি চিরদিন রবে।
তুমি অমর, তুমি মহামানব, তুমি মোদের অহংকার
ভাদেশ্বরকে গড়ার ক্ষেত্রে তুমিই ছিলে কর্মকার।