আমিতো পোড়ি না
আমাকে পোড়ায়,
কে যেন আমাকে ঘুড়ির মতো উরায়।

আগুন তো দেখি না
মাটিচাপা থাকে,
কে যেন আমাকে আগুনের দিকে ডাকে।

আমিতো জানিনা
আমাকে সে দেখে,
কে যেন হ্নদয় আমার হ্নদয় গহীনে রাখে।

বিরহ যাতনায় কাটে
সাড়ে সাত হাজার দিন,
কে যেন হ্নদয়ের কাছে খুজে হ্নদয়ের ঋণ।

আমিতো ভাসিনা
আমাকে ভাসায়,
চাতক পাখির মতো থাকি জল পিপাসায়।

আমিতো কাদিনা
আমাকে কাদায়,
হ্নদয়ে বিরহ লালন করি কার সে ধায়।।