আমার চোখে যত জল
আগুন শিখার মত চঞ্চল,
শূন্যের দিকে যাএা আমার
অনুভব করি দোজখের প্রহর।

কেন এতো জল
চোখে করে টলমল,
হ্নদয়ে রক্তক্ষরণ-কষ্টে কাটে প্রতিদিন,
তুমি ইসরাইল হলে আমি ফিলিস্তিন।

আমি যখন অন্ধকারে
তখন তুমি আলোতে,
তোমার কথা ভাবলে আজ
হ্নদয় ঢাকে কালোতে।

আমার বুকে আজ কিসের শূণ্যতা
আমার চোখে আজ কেন এতো জল,
আমার মস্তিকে কার এতো ব্যস্ততা
আমার রক্তে আজ কার চলাচল।