জানি আমার লেখনিতে তোমার কিছুই হবে না
সেদিনের সাদা মানুষগুলোরও কিছু হয় নি।
রাজাদের দরবারে মারহাবা ছাড়া কিছু পাই নি
উজিরের রক্ত চক্ষু আজো ভুলতে পারি নি।


মোঘল সাম্রাজে আমি রাজপুতের কথা বলতে পারি নি
রাজপুতেরা আমাদের কথাগুলো মন দিয়ে শোনে নি।
বাংলার নবাবরা রাতের আঁধারে পালিয়ে ফেরে নি
মিরজাফররা আজো বার বার হুংকার দিতে ভোলে নি।


প্রিয়তমা আমি তোমাদের মাঝে বার বার ফিরে আসি
কখনো বনলতা সেন আমাকে কাছে টেনে নেয়।
কখনো নজরুলের তুমি
কখনো রবীন্দ্রনাথের
তোমাদের অন্তরে আমি আজন্ম বেঁচে রই।