মহাবিশ্বকে করেছ তোমরা উত্তাল
সাধুকে বানিয়েছ উন্মাদ মাতাল,
চাঁদ সূর্য গ্রহ তারা দিবানিশি করছে খেলা
মাটির উপর চলছে বোকাদের মিলন মেলা।


সাম্রাজ্যবাদ আর ধর্মকে তোমরা গুলিয়ে খেয়েছ
মানবতার নামে রক্ত নিয়ে হোলি খেলছ,
তবুও তোমাদের নাম বিশ্ব বিধাতা
হত্যা করেছ সহস্র বছরের মানবতা।


তুমি এই আকাশকে দেখ
তুমি ওই প্রকৃতিকে দেখ,
তুমি জগতের শক্তির আঁধারকে খোঁজ
মরিচিকার বালুকনা থেকে কি বোঝ?


সৃষ্টির মাঝেই তোমরা স্রষ্টাকে খুঁজে পাবে
জ্ঞানের রাজ্যে যদি দু একটা চোখ থাকে,
যার অপেক্ষায় এতটি বছর করেছি পার
শিগ্রই দেখা পাব সেই বিশ্ব নেতার।