অবাধ্য হাতকে ঈশারায় বলেছিলাম থেমে যেতে,
হাত তা শুনেনি বরং লাফিয়ে উঠেছিল
বজ্রমুষ্ঠি লম্ফে।
অবুঝ মনটাকে বুঝিয়েছিলাম খুব করে,
বিক্ষত লগ্নের এই মিথ্যের বেসারতির হাটে
কাজ নেই তোমার কোন হাঙ্গামার।


মানেনি সে কথাটা আমার।
চোখ রাঙিয়ে, দাঁত কেলিয়ে ধুমাধুম সে
শুনিয়ে দিলো কথা দুই চার।


অবশেষে ক্ষান্ত দিয়ে বসে আছি
শেষ অবধি দেখার অপেক্ষায়।