হে রাত্রি আলো দাও।
আঁধারের খাপে মোড়ায়িত তুমি,
তোমার ঘনান্ধকারে বিলুপ্ত একে একে
প্রদীপ্ত প্রেরণার সকল সাধনা,
তাপিত মনের সুন্দর সরল বাসনা।


কত যে তারার আলোয় ঝলমল তুমি,
আলোর খরায় তবু সবই যে নিথর।
থরো থরো প্রাণে আনো আনন্দ জোয়ার,
মানসের মাঝে খোলো আলোর দোয়ার।


আর অস্বচ্ছ বনের পল্লব ফাঁকে
ঐ শুনো পেতে কান-
হাজার কণ্ঠের কোরাস আওয়াজ
‘হে রাত্রি আলো দাও’।


জোনাকীর মালা গেঁথে, মধুর ঝিঁঝিঁর সাথে
কী বা আর দিতে চাও?
তার চেয়ে ঢের ভাল, দূষিত সকল কালো
ধুয়ে ফেলে দূরে, আলোটারে এনে দাও।