আজ মন আমার কষ্টের মিছিলে দাড়িয়ে
আজ স্বপ্ন গুলো গিয়েছে অনেক দূরে হারিয়ে
একা পথে হাঁটছি আমি চারিদিকে অন্ধকার
কাছের মানুস গুলো দূরে সরে হচ্ছে স্বার্থপর


আজ চোখের কান্না আমি লুকাতে পারিনা
আজ স্বপ্নের বন্যায় নিজেকে হারাতে চাইনা
নিজের কাছে আমি আজ নিজেই অপরাধী
সময়ের কাছে আমি একাই হারতে রাজি


আজ আমার বিশ্বাসের মাঝে ধরেছে ফাটল
আজ আমার ব্যাথা গুলো একাকীত্বের মতন
আর পারিনা এভাবে নিজেকে সামলাতে
হাল ছেড়ে দিয়েছি ব্যার্থতায় সব কিছুতে


আজ আমি অসহায়ের মত অনেকটা পরাজিত
আজ আমার হৃদয়টা রক্তে অনেকটা ক্ষতবিক্ষত
কষ্টের মিছিলে দাড়িয়ে আমি পরাজিত সৈনিক
কষ্টের মিছিলে দাড়িয়ে আমার দীর্ঘশ্বাসের প্রতিগ


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল: shahadat.hossaiin@gmail.com