বলতে পার তুমি শরীর নাকি মন
কোনটার চাহিদা তোমার থাকে বেশিক্ষণ,,
বলতে পার কিসের নেশায় থাকো ডুব
কোনটার চাহিদা শরীরের নাকি মনের খুব,,


শরীর বলতে বোঝ এক টুকরো মাংস
ছিরে খুড়ে খেতে পার তুমি যে কোন অংশ,,
মন বলতে বোঝ কি স্বচ্ছ কাঁচের মতন
টোকা দিলেই ভেঙ্গে যাবে সে যখন তখন,,


শরীরের চাহিদা থাকে বল আর কতখন
যৌবনের জোয়ার তোমার ভেতের যতখন,,
মনের বেলায় বিচার করে দেখ একবার
বয়স হলেও মন তোমার নয়তো হারাবার ।।


একজন কলম যোদ্ধা (রাতুল)
ইমেল : shahadat.hossaiin@gmail.com