মহররমের মাস, চাঁদ উঠিল আকাশে
সাদা চাঁদ কে আজ লাগছে লাল,শোকের গন্ধ বাতাসে।
আজ বুঝি হোসাইনের রক্তে সাদা চাঁদ হলো লাল
আজ বুঝি চারিদিকে চলছে মাতম,কারবালা রক্তে লাল।
ইয়া হোসাইন ইয়া হোসাইন রবে জগৎ হইল তোলপাড়
নবীজীর দৌহিত্র শহীদে কারবালা খেতাবে হইল গুলজার।
হোসাইনের জন্য যে কাঁদে, তার অশ্রু বৃথা যাবে না
দোযখের অনল জ্বালাবেনা তারে,সে হোসাইন ভিন্ন রবে না।
তোমার দয়ার ভিখারি আমি অধম শাহদাত হোসাইন
দয়া করে দেখা দাও একবার, হতে চাই গোলামে হোসাইন।