নীল শাড়ী পড়ে
নীল আকাশের নিচে
দাঁড়িয়ে আছ তুমি
কিসের আনমনা।


পড়ন্ত বিকেলে
নীলিমার রং সেজে
মেহেদিতে হাত রাংগিয়ে
নুপুর পরেছ পায়।


কাল একটি টিপ পরেছ কপালে
মৃদু মিষ্টি হাসি রাংগা দুটি ঠোঁটে
ঝড়ে পরছে চাঁদের কিরণ
রুপের মহনায়।


শিশির ভেজা সকাল থেকে
সন্ধ্যার গন লগ্নে
মধুর মগ্নে ডাকছে পাখি
প্রেমের বাসনায়।


চার পাশে বৃক্ষরাজি
দারিয়ে আছে সারি সারি
ছায়া দিচ্ছে তোমাকে
সীমাহীন ভাবনায়।


তোমার হাতে হাত রেখে
অনন্ত পথের দিগন্ত জুড়ে
হারিয়ে যাব দুজন
দূরের অজানায়।