কোথাও বিলের পাশে নেমে আসে প্রহরীর রাত
ঘাসের শিশিরে যেন ফসলের ডাঁটা ভাঙা শব্দ
কোথাও শহুরে হাওয়া ডেকে আনে ক্ষয় ভাঙা হাত
ঈদের ছুটির মতো কবুতরের পালক স্বদ্ধ!
দূরে কেউ যেতে যেতে রাতের আঁধার হাতে নিয়ে
চালতা ফুলের মতো আবরণী নীল হারিকেন
পাখিদের ভালোবাশা উড়ে যাওয়া বলিভুক দিয়ে
শিহরণে বাঁশি মারে রাতজাগা কড়া ওয়াচম্যান


পাতাদের সাতপাকে ছিঁড়ে গেছে বাতাশের সুর
ঝাউতলা ছারখার মহিষের শাদাকালো দাঁতে
মদের নিয়ন আলো খাঁজকাটা লতার আঙুর
অনেক দূরের থেকে সুর উঠে রাসুলের নাতে
আলগোছে ভিজতেছে কে? শিলাজলে জবাফুল নিয়ে
সবুজ মাঠের পারে অবিরত ভাঙে লাল বিয়ে।


.
১১/০১/২০২১ ইং-