তোমার পেছনে হাঁটে মসুরির ক্ষেত
হাওয়ার ভালোবাশায় মেঘের পুলক–
তোমার ওড়না যেনো ভুল অনিকেত
বেখেয়ালে ভেঙে গেছে সোনার নোলক
কারা যেনো স্বর তোলে শোকের মিছিলে
তোমার ঠোঁটের মতো কামরাঙার ফুল–
নীলরঙে এঁকে যাই নীরব পাঁচিলে
জলরেতে ধসে যায় সানোয়ার কুল


তোমার নদীর ঢেউ শকুনের ডানা
বকঠুঁটো উড়ে যায় তোমার ওড়নায়
কানের দুলের মায়া আবেগে অজানা
কতকাল ডেকে বলে ঘাসের ফেনায়
তুমি যেনো কবেকার ভুল জামানা–
কুয়াশা পাঠিয়ে দিয়ো সেই ঠিকানায়