তোমারও কি ছিল কোনো একান্ত বেদনা?
লুকিয়ে রাখার মতো কতিপয় কথা
মানুষের অগোচরে নিভৃত ছলনা;
অতীত স্মৃতি মুছার প্রয়াস অযথা।
হয়তো তোমারও আছে সুখের বিষাদ
ঝিনুকের মতো কিছু লুকানো আলাপ
নরম হৃদয়ে যেনো সৌরভ অগাধ
অথবা অবুঝ স্বরে করে ফেলা পাপ!


আমি থেকে আমাদের সমবায়ী ঝড়
উভয়ে শামিল হয়ে ভাগ করি সুখ
যেনো তুমি রাত আর আমি শশিকর
কুয়াশার মতো যতো জমানো অসুখ
ভেঙে ফেলো ভাগ করো ভুলের মাশুল
মনে করো; তুমি এক সুশোভিত ফুল!


.
০৯/০৬/২০২১ ইং-