বনেদি কটেজ জুড়ে ছেয়ে আছে উর্ণাজাল। বাহিরে শ্যাঁওলা জমা দেয়াল বেয়ে উড়ে আসে লেকের নিস্তব্ধ সতেজতা।


শিশুর মুখের মতো; সবুজ চা বাগানের স্নিগ্ধতা!
হঠাৎ ধমকা হাওয়ায় নড়ে ওঠে পাইন গাছের চোখের পলক।


পানকৌড়ির সাঁতার থেকে লেকের সামান্য জল; অপ্রত্যাশিতভাবে গম্ভীর দেবদারু বনের গায়ে, এক মূহুর্তের জন্য শিহরণ আর রোমাঞ্চের পরিবেশ তৈরী করে!


এসব প্রাকৃতিক সৌন্দর্য; যদি আমায় ঘিরে রাখতে পারে, তাহলে তোমাকে প্রয়োজন নেই।


গুল্মলতার ঝাঁক-ই আমার আপন।


.
০৮/০৩/২০২১ ইং-