তোমার চুলের ঘ্রাণ যেনো জবাফুল
বহুদিন ভিজতেছে কচুপাতা জলে
ঈশানের বায়ু এসে ভেঙেছে জারুল
রাখালিয়া সুর বাজে রাধাচূড়া তলে
কোথা থেকে উড়ে আসে ডিমভাজা ঘ্রাণ
সিঁদুরের মতো তুমি হারানোর মায়া
কতকাল উড়ে যাওয়া শালিকের প্রাণ
তোমার শেমিজ জুড়ে পাখিদের ছায়া


জানালার গ্রিল বেয়ে রোদের আঁচল
ছুঁয়ে যায় তোমার সে ভাঙাচুরা গাল
তিমির রাতের মতো চোখের কাজল
মেঘের পিঠের পরে জাহাজের পাল
ভেসে-ভেসে যায় তারা, আলোয় সজল
চাঁদের বুকের পরে মিহিরের লাল।


.
২০/০২/২০২১ ইং-