বহুদূরে উড়িতেছে অশ্বের বিকট এক শব্দ
মরুর বালুর ঘ্রাণে অজগর বেঁচে আছে আজও
আমাদের বহুকাল ঘাসের রঙের মতো স্তব্ধ
আমারে ভুলিয়া তুমি ময়ুরের মতো শুধু সাজো
কতকাল ভাঙিয়াছে পাতার শিশির বটগাছে
বাতাশের ব্যাকরণে উড়ে যায় প্রেমের আকাশ
আজও কি তোমার সেই নির্জন শাড়িখানাই আছে?
সপ্তাহের একদিন দেখা হওয়া ঝিলের বাতাশ


ফুলঝুড়ি নদী থেকে বিভিষিকাময় দিনরাত্রি
শেষ ট্রেনের হুইসেল লেগে আছে লেবুর পাতায়
ভোরের রঙের মতো মিশে যাওয়া রাখালিয়া যাত্রী
তোমার চুলের ঘ্রাণ হারিয়ে গেছে যেই ফিতায়
তোমার ওড়নাখানা ঢেকে দেয় মোর অধিকার
যেন তা হারিয়ে যাওয়া বাতাশের ঘ্রাণ কবেকার।


.
১০/০১/২০২১ ইং-