উড়ে যায় শাদা বক নক্ষত্রের পানে
সমস্ত সন্ধ্যা উড়ে সে যুবতীর বুকে
যেমন কার্তিক মাসে হাওয়া উড়ে ধানে
কুয়াশায় ঢাকা পড়ে সমস্ত বিকাল
তেমনি আসিয়াছিলো জীবনের পানে
দুদণ্ড আনন্দ এক পৌষের সকাল
বিদর্ভ নগরে যেনো সবুজের মাঠে
ছেয়ে আছে লাল ফুল হিজলের কাঠে
বট অশ্বত্থের নিচে পাখির পালক
হঠাৎ আকাশে দেখি বিজলীর ঝলক


অতঃপর চেয়ে দেখি মৃত্যুর মতো- সে
ঝাপসা এক অন্ধকার জীবনের ঘাসে
নেমে আসিয়াছে আজ কোয়াশা'র চোখে
সমস্ত রাত্রি উড়ে সে যুবতীর বুকে।