আমাদের গ্রীষ্ম জুড়ে উড়তেছে ফরিঙের ঝাঁক
কতকাল? চিরকাল ঝরিতেছে আপেলের ফুল
মাটির দুঃখের তরে উঠে সমবেদনার হাঁক
আসন্ন বিষণ্নতার বনে বাজপাখি খায় দুল
দোলনচাঁপার ঘ্রাণে অশ্বেরা ভুলতেছে রাহুত
চাবুকের আঘাতের চাপে দেখি সব পথ খোলা
শিশুর কান্নার মতো অসহ্যতা ঢেকেছে মাহুত
যেনো কোনো ভবঘুরে নিজের জুতায় আত্মভোলা


যদি বলি সব মিথ্যে; গরমে আকাশ বেমানান
বৃষ্টির আমেজে বাজে কবেকার এস্রাজের স্বর
বহমান শব্দ ওড়ে পূরবীতে যারা ভাঙে ধান
পৃথিবী ডুবে গেলেও ভাঙিবে না তাহাদের ঘোর
গাহিতেছে উড়ে-উড়ে মানুষের ভাষা গাঙচিল
তবুও আমার কাছে তুমি এক সুনসান বিল।
.
২২/০৩/২০২১ ইং-