৹ একটা গাছে সবুজ পাতা অন্যটা যে খালি
তারই পাশে নেশার ঘোরে ঘুমোয় বনমালী
ভাল্লাগে না আর-
বোধ হারালে কেউ তা ফিরে পায় কি পুনর্বার ?


৹ বনদেবিকার পায়ের নিচে পিষ্ট হলো ফুল
একবারও সে দেখলো না তা, নয়কি এ তার ভুল ?
হয়তো সেই-ই ঠিক
তাই কি এমন অসংগতি চলছে চারিদিক ?


৹ মন আকাশে নিত্য জ্বলে স্বপ্ন রঙের তারা
ওসব দেখার পাইনা সময় চলছি দিশেহারা
পুড়ছে মেধার ঘর
নষ্ট বোধের ক্ষরণ নিয়েই ছুটছি নিরন্তর !


৹হৃদয় পাড়ার পাঠশালাতে কে পাঠালো চিঠি ?
চিঠির পাতায় একখানা মুখ,হাসছে মিটিমিটি
বলি তারে শোন্-
তুই কি আমার বিবেক ,নাকি গণতন্ত্রের বোন?


৹ একটা জীবন চলবে কেমন সবই কি আর বুঝি !
বুঝতে গিয়েই হাজার রকম সোনার মোহর খুঁজি
খুঁজেও কি আর পাই-
পেলেও দেখি হারিয়ে গেছে আমার কাছে নাই !!