মহাশূন্যে প্রতিধ্বনিত হয় শব্দের কোলাহল ,
সময়ের তাঁতঘরে কোন বুণন উপকরণ নেই
তবু বুনে চলি , আলোকিত রাখি নির্মোহ প্রচেষ্টার উঠোন ।
বুকের শহরে চলে বাক্যের কারফিউ -পাল্টাতে পারিনা
যাপিত জীবনের পঞ্জিকা
পরজীবী হৃদয় নিয়ে , মিথ্যেই কোলাজ করি জীবন সুচিক্রম ।


মতানৈক্যের প্ল্যাকার্ড হাতে কখনো ছুটে যাই দিকবিদিক
ন্যায়ের মিছিল নিয়ে প্রতিবাদ করতে গিয়ে দেখি
সভ্যতার আঁতুড় ঘরে নিজেই আমরা শ্রবণ কিংবা দৃষ্টি প্রতিবন্ধির মত
কেউ আর করতে চাইনা অনুভূতির তরজমা ,মানিনা সৃষ্টির ব্যাকরণ !


বাতাসকে ছুঁয়েই নিবিড় বিরহ কুড়োই
ক্রমাগত বেড়ে যায় চেনা পথের দূরত্ব
ইচ্ছের দূরদর্শিতা যতই থাক , সবকিছু নিবন্ধিত হয়ে যায়
চেতনার বাতাসে ভাসে প্রপিতামহের আদর্শের স্বরলিপি !