ছড়িয়ে দিলাম মনের ভাষা মেঘের আকাশ ঘিরে
দিনের শেষে ওরা আবার আসবে কি সব ফিরে ..?
নাইবা ফিরুক . নতুন করে গাঁথব কথার মালা
অপেক্ষাতে থাকব জেগে সাজিয়ে সোনার থালা
বর্ণমালার  ঝালর দিয়ে  লিখব  রেশম বাণী
বন পাহাড়ে পাতব স্বাধীন সখের আসনখানি
অন্তবিহীন পথের সিঁড়ি রাঙিযে দেবো  ফুলে
বাংলা গানের ছন্দে সুরে উঠবে পরাণ দুলে
জোছনা ভেজা পূর্ণিমাতে লিখব হলুদ চিঠি
মিষ্টি হেসে দেখবে তারা জ্বলবে মিটি মিটি
ওই যে দূরে নকশি আকাশ .সেও তো জানে ভাষা
মখমলী রং সারগামে সে  দেয় ছড়িয়ে  আশা
রূপকথা মন বৈরী হলেও যায় আসেনা তাতে
ভাষা দিয়েই জীবন সাজাই   ব্যস্ত সময়টাতে
বিশ্বে সেরা এমন ভাষা  কোন্ দেশেতে আছে?
আমরা সবাই তাইতো ঋণী ..বীর শহীদদের কাছে!!
বাংলা আমার মায়ের ভাষা  সোনার চেয়ে  খাঁটি
এই ভাষাতেই অন্তরেতে ..সুখের সিঁথি  কাটি ..!!!