বুকের ভাঁজ ভেঙে একদিন
উড়ে যাবে পাখি মন.....
হয়তো কেউ তার সন্ধান পাবেনা কোনদিন ।
তবুও কতকিছু খুঁজে ফিরি গেরস্থালি গোধূলির
রকমারি ডট. কম এ ...!
সদ্য প্রয়াত কোন স্বপ্নের নিলাম দেখে
কখনো থমকে দাঁড়াই . দুচোখ আটকে যায়
নামাওঠা সূচকের তামারং মানদণ্ডে ।
নিষেধের ছায়াপথ ডিঙিয়ে আমিও জলপথে হাঁটি
অবচেতন চিত্রের সাথে নিজেকে তুলনা করি বাববার ।
কিছু কিছু প্রীতিকথার কলেবর আনন্দে নাতিদীর্ঘ হয়....
.পৌরাণিক স্মৃতিতে জাগে মৌসুমী আবেশ ।
ব্যবধানের সীমানায় শুনি নিঃশব্দ সানাই ।
জনশ্রুতির বিবর্তন হয় |
বোঝা না বোঝার টানাপোড়েন নিয়েই
জাগতিক ভাবনা সাজাই |
বিষাদের পুঁতিতে গাঁথি লোকাচারের মালা ।
মালার সুতোলিতে বিবর্ণ অনুভূতির ছায়া পড়ে...
পালাবদল হয় বিপ্লবী মুহূর্তগুলোর !
সহসাই বিশ্বাসের তাপমাত্রা নেমে যায়
জিরো সেন্টিমিটারে ...
বুকের ভেতরে বাজে আবহমান তীর্থযাত্রার সুর !