কবিতা প্রহরে হাসে বিবেকের মাঠ
দেখি, নক্ষত্র আকাশ, রাশি রাশি ঝরা ফুল,
বিতর্কের ঝড়ে নাচে অসহিষ্ণু মানবতা --
পান্ডুলিপিতে সাজানো হয় লাল টিপের ইতিহাস।


লাল টিপ ভালবেসে একদিন-
ঘর ছেড়েছিল সুরমিলা
পরিত্যক্ত মাঠে বুনেছিল অন্তর্দ্বন্দ্বের বীজ
পায়নি সে ত্রিতাল প্রশান্তির আমেজ


নিয়মের অস্থির নিষ্পেষণে
ক্রমাগত পাল্টে যায় সব
গলে যায় মেধার পাহাড়, জমাকৃত স্বপ্নের মোম
নিষেধের প্রাচীর ডিঙিয়ে সে যেতে পারেনা কোথাও!


রোদঘুম ভেঙে ডানা ঝাপটায় পাখি মন
বিবর্ণ কুয়াশার ভেতর ভাসে তার আপন প্রতিচ্ছবি
কত ঋতু বর্ণালি হয়, বসন্ত আসে যায়,
রোদে পোড়া জীবন নিয়ে
সুরমিলা তবু লাল টিপ ভালবাসে!
বুকের ভেতরে আঁকে লাল টিপের স্মৃতিচিহ্ন।