মানবিকতা মিশে গেছে সমুদ্র জলে । বিক্ষত মন নিয়ে বসে আছি একা ।
জানি গুচ্ছ বেদনার কোন সাক্ষী থাকেনা । দানবের আঘাতে মুছে যায়
নকশা জীবন ।
কোথায়-- কতদূর আর ভয়হীন পথের রেখা ? ভাগ্যের রিংটোন শোনার
আশায় কেটে যায় অবুঝ বেলা । অসারতা নিয়েই হারিয়ে যায় কত
গেরস্থালির অনুষঙ্গ । যেন সবকিছু চলে যায় নষ্টের দখলে ।
কাঠপোড়া আগুন বুকে দগ্ধ হই আমৃত্যু অবধি !