তুইতো থাকিস ভাবজগতে আমায় ভাবিস কই
আমি আমার ইচ্ছে নিয়ে তাই সুদূরে রই
সেলুলয়েড মন ক্যামেরায় স্বপ্ন আশাতীত
যোগী সেজেও হায় বুঝিনা বিনিবর্তন রীত
সেলিব্রেশন নিয়ম কানুন আমার জানা নাই
অনুদবেগেই তাই নিয়েছি ধূলোর মাঝে ঠাঁই
ভাবছে কে কী- তা জানাতো দোষের কিছু নয়
তোর হৃদয়ের ভাবনা নিয়েই আমার যতো ভয়
দুর্দিনে বা সুদিনে হোক দুই জীবনের বাস
তাই বলে কী শুনতে হবে ঝড়ের পূর্বাভাস!
ইচ্ছে খাতায় আঁকিবুকি দোলনা দোদুলদুল
স্মৃতির ঘরে আসন পাতে কিশোরি বেতফুল
আকাশ দেখে বাতাস শোনে কান পাতে রোদ্দুর
বিস্মরণের পথ ধরে তুই যাসনে উদাসপুর
হোমওয়ার্কের চাপে ঢাকা পড়ছে কতো রেশ
মন রুটিন ও প্রত্যহিকীর আবেশ তবু বেশ
অনুপূরক আশা নিয়েই কতোই তো দিন যায়
কেউ কি বাজায় বিষ-বাঁশি তোর মৌন আঙিনায়?
মায়ামুখীর ছোঁয়ায় যদি মন ভরাতে চাস
সময় করে একটু না হয় পড়িস ইডিপাস
মনোবিদ্যার কারিকুলাম বৈধ যদি হয়
ভিনজগতের সাধক হয়েেই পোড়াস অবক্ষয়
সুযোগ পেলেই মন ছুঁয়ে দিস অতীন্দ্রিয় ক্ষণ
আস্থা রাখিস, হবেই হবে, নিগূঢ় আলাপন!!