বিষাদের রঙে রাঙা হোল মন সূর্যটা গেল পাটে
লীলাময়ী মেঘ লুকোচুরি খেলে সময়ের খোলা মাঠে
বিলাসী চোখের পাঁপড়িতে নাচে অসম কিশোরী বেলা
হলুদে সবুজে আস্থার আলো তবু কেন হেলাফেলা ??


সুদূরিকাতমা চুপিসারে ডাকে রকমারি তারা দোলে
জীবিকার টানে বারমাসি কাটে পায়েলের মিহি বোলে
চিরদীনতার বুকে শুয়ে কাঁদে ঘুম জাগানিয়া পাখি
মাধুরী মায়ায় কত শোক গাঁথা হৃদয়ে লুকিয়ে রাখি !!


সোনায় মোড়ানো স্বপ্ন মালিনী কোন সে খেলাতে মাতে ?
আঙিনাতে কার রূপকথা শুনি কোজাগরী- মধু রাতে !
নাচে কিন্নরী পদভারে কাঁপে বিষ ভরা বালাখানা ,
যতবার বলি থাম পোড়ামুখি ,! তবু সে শোনে না মানা !!